টেকনাফ প্রতিনিধি: টেকনাফে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ আবু সৈয়দ নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফুলের ডেইল গ্রামের নুরুল কবিরের ছেলে।
আজ বৃহস্পতিবার (৯ জুন) ভোররাত সোয়া ৩টায় হ্নীলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কক্সবাজারসহ র্যাব-১৫ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার হ্নীলা বাজার সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে মাদকদ্রব্য ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল ভোররাত সোয়া ৩টার সময় ঘটনাস্হলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে আবু ছৈয়দকে গ্রেফতার করা হয়।
তার হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
এ সময় একই এলাকার সোনা মিয়া(৩২) ও রোহিঙ্গা মোহাম্মদ রফিক প্রকাশ বারমাইয়া রফিক(৩৫) পালিয়ে যায়।
কক্সবাজারসহ র্যাব-১৫ অফিসের সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
সান নিউজ/এনকে