কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বর হত্যা মামলায় জেল হাজতে রয়েছেন।
আরও পড়ুন: হাতে বিষ তুলে দিয়ে পালাল প্রেমিক!
এদিকে চেয়ারম্যানের অনুপস্থিতি ও কোনো প্যানেল চেয়ারম্যান দায়িত্বে না থাকায় চরম দুর্ভোগে ইউনিয়নবাসী। পরিষদে আগত সেবা প্রার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরকে একটি হত্যা মামলায় কারাগারে প্রেরণ করে আদালত। তারপর থেকে অভিভাবকহীন চলছে পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের কার্যক্রম।
আরও পড়ুন: সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
সূত্র জানায়, ২০২১ সালের ২৩ জুলাই পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী কাজীপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে শহিদুল ফকির ওরফে শহীদ ফকির নামে জনৈক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরমেশ্বরদীর সায়েম শেখের ছেলে আ. মান্নান শেখ (৬৫) বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরকে ১ নং আসামী করা হয়।
প্রসঙ্গত চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরের বিরুদ্ধে বোয়ালমারী থানায় দ্রুত বিচার, অস্ত্র আইনসহ ৮টি মামলা চলমান রয়েছে।
সান নিউজ/এফএ