ইমরান আল মাহমুদ, উখিয়া : কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) সদস্যরা। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি সদস্যরা।
আরও পড়ুন : বিকেলে বাজেট পেশ
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।
তিনি জানান, বুধবার ( ৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি'র সদস্যরা পালংখালী কাস্টম মোড়ে মাদক পাচারের তথ্যে অবস্থান নেয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে মাদককারবারিরা সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
আরও পড়ুন : মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪
একপর্যায়ে মাদককারবারিরা গ্রেফতার হওয়ার সম্ভাবনা বুঝতে পেরে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তাদের হাতে থাকা ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানান তিনি।
আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার
৩৪ বিজিবি অধিনায়ক আরও জানান,৩৪ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে অদ্যবধি পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৫লাখ ৯৭হাজার ১২পিস ইয়াবা ও ১৪ কেজি ক্রিস্টাল মেথ(আইস) উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য দুইশত চার কোটি টাকা।
সান নিউজ/এইচএন