সান নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি ব্যাংকে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনের দিন সাবধানে চলাচলের নির্দেশ
বুধবার (৮ জুন) বিকেল ৩টার দিকে ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন ও শরিফ উদ্দিন তাহসিন এবং টেকনেশিয়ান জাকারিয়া চৌধুরী ও আমিনুল ইসলাম।
এসি বিস্ফোরণে ব্যাংকের আসবাবপত্র ও জানালার গ্লাস ভেঙে যায়। এ সময় ব্যাংকের ভেতরে থাকা গ্রাহক ও কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিস্ফোরণে কোনো আগুন লাগেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
সাইফুল ইসলাম আরও বলেন, বিকেল ৩টা ৪ মিনিটের সময় ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দুইজন টেকনিশিয়ান ব্যাংকের ভেতরের এসি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ এসিটির বিস্ফোরণ ঘটে। এতে মেরামতকারী দুজন টেকনিশিয়ান ও ব্যাংকের দুই কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। কী কারণে এসি বিস্ফোরণ হয়েছে, তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
সান নিউজ/এফএ