সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও বেড়েছে মৃত্যু
বুধবার (৮ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই ব্যক্তি মারা যান। নিহত মাসুদ রানা জামালপুরের সরিষাবাড়ী থানার গোপীনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কনটেইনার ডিপোতে আরএসটি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার রাতে অন্য আহত ব্যক্তিদের সঙ্গে মাসুদকেও এই হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ৪৪–এ পৌঁছে।
আরও পড়ুন: সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা
হাসপাতালের আইসিইউর এক চিকিৎসক জানান, শুরু থেকেই মাসুদের অবস্থা খারাপ ছিল। আজ ভোর পৌনে ৪টায় তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪৪ জন নিহত হয়েছেন। আহত দুই শতাধিক। প্রায় ৬১ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ঘোষণা দেয় সেনাবাহিনী।
সান নিউজ/কেএমএল