কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সোলতান আহমদকে মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে পালংখালী স্টেশনে মানববন্ধনে এলাকাবাসী জানায়, সোলতান আহমদ মেম্বার ৯নং ওয়ার্ডের একজন জনপ্রিয় মেম্বার ছিলেন। পাশাপাশি মানুষের যেকোনো সুখ দুঃখে সবসময় সহযোগিতা করে থাকেন। গত মে মাসে একটি মামলায় তাকে পলাতক আসামি করা হয়েছে। উক্ত মামলা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সোলতান আহমদ মেম্বার বলেন, ‘গত ৩০ মে ও ১ জুন উখিয়া থানায় দায়ের করা মাদকদ্রব্য আইনের মামলা সঠিক তদন্ত করে আমাকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি কখনো মাদকের সাথে জড়িত ছিলাম না। আমি সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিগত দিনে জনপ্রতিনিধি হিসেবে সবসময় জনগণের পাশে ছিলাম। অবিলম্বে আমার বিরুদ্ধে করা মামলা সুষ্ঠু তদন্ত পূর্বক অব্যাহতি দিয়ে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত পালংখালী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষের লোকেরা আমাকে বিভিন্ন সময় প্রকাশ্য ও গোপনে ইয়াবার মামলা দিয়ে হয়রানী করার জন্য হুমকি দিয়ে আসছে। আমি প্রশাসন সহ সকল গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করতেছি আমার পরিবারের দিকে তাকিয়ে মামলার সুষ্ঠু তদন্ত করে অব্যাহতি দেওয়া হোক।’
পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মনজুর বলেন, ‘আজকে সোলতান আহমদ কে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে জনসাধারণ মাঠে নেমেছে। যারা মামলা দেওয়ার জন্য সহযোগিতা করে তাদেরকে সর্বপ্রথম আইনের আওতায় আনা হোক। দ্রুত এ মামলার সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।’
সান নিউজ/এনকে