মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পাইকারি চাউলের আড়ৎতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে মজুদের দায়ে জরিমানা করেছে।
আরও পড়ুন : চাল আমদানির হিড়িক
সোমবার (৬ জুন) বেলা ১১ টার দিকে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলার সহকারি পরিচালক আসিফ আল আজাদ।
অভিযান কালে, মেসার্স হালদার রাইস এজেন্সি ও হাসান রাইস এজেন্সি আড়ৎদাররা চালের মূল্য তালিকা প্রদর্শন করছে না। ব্যবসা করছেন তাদের কোন লাইসেন্স নেই। এবং তারা অবৈধ ভাবে চাল মজুদ করছেন। এতে, মেসার্স হালদার রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা ও হাসান রাইস এজেন্সিকে ৫ হাজার জরিমানা করা হয়।
এছাড়াও ঐ এলাকার ব্যবসায়ীদের কে মূল্য তালিকা প্রদর্শন করতে ও চাল মজুদের আইন মেনে ব্যবসা করতে নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন : গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি
অভিযান কালে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন। এতে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।
সান নিউজ/এইচএন