এস এম রেজাউল করিম: প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন প্রার্থীদের একাংশ।
আরও পড়ুন: সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯
রোববার (৫ জুন) সকাল থেকে প্রার্থীরা রাজধানীর শাহবাগে গণঅনশন শুরু করেন।
নিবন্ধন সনদধারী প্রর্থীদের নিয়োগ না দেয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা না নেয়া। ইতোমধ্যে এমপিওভুক্ত (ইনডেক্সধারী) শিক্ষকদের শূন্যপদে নিয়োগ না দিয়ে তাদের বদলির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
প্রার্থীরা জানান, সরকার তাদের দাবি মেনে না পর্যন্ত গণঅনশন কর্মসূচি চলবে।
আরও পড়ুন: ত্রিমুখী আন্দোলনে পুরোপুরি অচল বশেমুরবিপ্রবি
প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি মো. আমির আসহাব বলেন, চাকরির আশায় প্রার্থীরা গড়ে ১০০ আবেদন করেছেন। কিন্তু অনেকে নিয়োগ পাননি। এখনো বহু শিক্ষক পদ শূন্য আছে। সরকারের ভাবমুর্তি রক্ষার প্যানেল করে শিক্ষক নিয়োগের বিকল্প নেই।
সংগঠনের সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন বলেন, তিন দফা দাবিতে গণঅনশন শুরু হয়েছে। দাবিগুলো হলো, সব নিবন্ধন সনদধারীদের প্যানেল করে নিয়োগ, সনদধারী চাকরি প্রত্যাশীদের নিয়োগ না দেয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা না নেয়া এবং এক আবেদনে প্যানেল ভিত্তি নিয়োগ দেয়া ও ইনডেক্সধারীদের কোনো সুযোগ দেয়া যাবে না, তাদের আলাদা বদলি ব্যবস্থা করতে হবে।
সান নিউজ/এফএ