কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের উপকন্ঠে রেজিস্ট্রি অফিসের কাছে অবস্থিত 'মোল্যা আহম্মেদ হোসেন মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার' নাম পরিবর্তন করে এখন হয়েছে 'মোল্যা ডা. এ হালিম হাসপাতাল'।
আরও পড়ুন : সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯
নাম পরিবর্তনের জন্য স্বাস্থ্য অধিদফতর বরাবরে অনলাইনে আবেদন করলেও এখন পর্যন্ত নাম পরিবর্তনে অনুমতি মেলেনি।
এ কারণে ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান সরেজমিনে পরিদর্শন করে ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
জানা যায়, উপজেলার সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার 'মোল্যা আহম্মেদ হোসেন মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার' সম্প্রতি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বরাবরে আবেদন করেছে।
আরও পড়ুন : বাজেট অধিবেশন শুরু
কিন্তু সে আবেদন এখনো মঞ্জুর হয়নি। অথচ প্রতিষ্ঠানটি এরই মধ্যে নাম পরিবর্তন করে 'মোল্যা ডা. এ হালিম হাসপাতাল' নামে পরিচালিত হচ্ছে। সাইনবোর্ডেও এই পরিবর্তন লক্ষ্যনীয়। সারাদেশে অবৈধভাবে পরিচালিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করায় শনিবার (৪ জুন) ওই বেসরকারি হাসপাতাল পরিদর্শনে করেন জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।
আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল
এ সময় সিভিল সার্জনের সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান। সিভিল সার্জন ওই বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র যাচাই বাছাই করে দেখতে পান প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে এবং এখনো তার নিষ্পত্তি হয়নি। এ কারণে পরিবর্তিত 'মোল্যা ডা. এ হালিম হাসপাতাল' নামের প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার জন্য কোন বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ করে দেয়া হয়।
আরও পড়ুন : পাকিস্তান আগুন নেভাতে পাঠাচ্ছে হেলিকপ্টার
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, নতুন নামে পরিচালিত ওই বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজ পত্র না থাকায় তা বন্ধ করে দিয়েছেন ফরিদপুর জেলা সিভিল সার্জন।
সান নিউজ/এইচএন