সান নিউজ ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।রোববার (৫ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯
জয়দেবপুরে রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সোহরাব হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৯৮১ আপ বিটিও তেলবাহী ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়।
জয়দেবপুর লেভেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত ও একটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়।
তিনি আরও বলেন, রেলওয়ের স্থানীয় উদ্ধারকারী কর্মীরা বগি উদ্ধারে কাজ শুরু করেছেন। দ্রুতই বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
সান নিউজ/এনকে