কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ছাত্র-ছাত্রীদের চলমান উপবৃত্তি বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪১
রোববার (০৫ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট উলিপুর শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে আসা শিক্ষার্থী হাফিজুর রহমান, সুমাইয়া আক্তার, মাছুম বিল্লাহ, খাদিজা খাতুনসহ একাধিক শিক্ষার্থী জানান, আমরা সব সময় বাবা মায়ের টাকা দিয়ে খাতা কলম কিনতে পারি না।
সরকার আমাদের উপবৃত্তি দিত, সেই টাকা দিয়ে আমাদের অনেক উপকার হত। কিন্ত হঠাৎ উপবৃত্তি বন্ধ করায় আমরা ঠিকমত লেখাপড়া চালাতে পারব না। পূণরায় উপবৃত্তি চালু করার জোর দাবি জানান এসব শিক্ষার্থীরা।
আরও পড়ুন : নাশকতা কি না, খতিয়ে দেখা হবে
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট জেলা শাখার আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা শাখার সদস্য সচিব লিয়াকত আলী, শিক্ষক নেতা আব্দুল জব্বার, আলেপ উদ্দিন, শফিকুল ইসলাম, আব্দুল হালিম, ফজলে কাদের, হুমায়ুন কবির, শাহিনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ।
আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল
বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উপবৃত্তি চালু রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
সান নিউজ/এইচএন