মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : “বৃক্ষই মানুষের প্রকৃত বন্ধু" এ প্রতিপাদ্য সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুল ও কৃষি প্রযুক্তি কেন্দ্রের যৌথ উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪১
রবিবার (৫ জুন) দুপুরে ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতারুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কৃষি প্রযুক্তি কেন্দ্রের পরিচালক ও জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষিবিদ নিতাই চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা নার্সারী সমিতি'র সভাপতি ফরিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাহেলা হযরত মডেল স্কুলের সভাপতি মোঃ আব্দুল আউয়াল।
আরও পড়ুন : গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
এ সময় আরও উপস্থিত ছিলেন রাহেলা হযরত মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম ও শিক্ষক/শিক্ষার্থীসহ অন্যান্যরা।
সান নিউজ/এইচএন