কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৩৮
দিবসটি উপলক্ষে বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে (৫ জুন) রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
এরপরে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রেখা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার খালেদুর রহমান, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু আহাদ মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান প্রমুখ।
সান নিউজ/কেএমএল