এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): আগামী ১৫-২১ জুন অনুষ্ঠিতব্য জনশুমারী ও গৃহগণনা প্রকল্প বাস্তবায়ন করতে ঈশ্বরগঞ্জ উপজেলায় শুমারি গণনাকারী ও সুপারভাইজারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্তরা এতে অংশ নেন। পর্যায়ক্রমে ৪-১৪ তারিখ পর্যন্ত সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ হওয়ার কথা রয়েছে।
(৪ এপ্রিল) শনিবার সকাল ৯টায় ঈশ্বরগঞ্জ পরিসংখ্যান অফিসের উদ্যোগে ঈশ্বরগঞ্জ চরনিখলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার মোঃ শহিদুল ইসলাম।
প্রশিক্ষণের প্রাথমিক পর্বে আইটি সুপারভাইজার রেজাউল হক দিনার বলেন, আসন্ন ষষ্ঠ জনশুমারি সফল করতে আমাদের যা যা করা প্রয়োজন তা আমরা করবো। এবারের এই জনশুমারি অন্যান্য বারের চেয়ে আলাদা। কারণ এবারই দেশে প্রথমবারের মতো ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে; যেখানে সমস্ত তথ্য ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। ফলে শুমারির পর অতি অল্প সময়ে তথ্যগুলো সরকারী, বেসকারী প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে।
ঈশ্বরগঞ্জ পৌরসভার জোনাল অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, সরকারী নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাস্তবায়নে এই জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা যে সরকারী কাজে নিজেকে নিয়োজিত করেছি, সেখানে গাফলতি করার কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে অন্যান্য জোনাল অফিসার সহ গণনাকারী, সুপারভাইজারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনকে