সান নিউজ ডেস্ক: কুড়িগ্রামে বালুবাহী ট্রাকচাপায় মো. আলম মিয়া (৫০) নামের এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (৪ মে) ভোর সোয়া ৪ টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলম মিয়া কুষ্টিয়া জেলার বাসিন্দা।
আরও পড়ুন: প্রকাশ্যে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়িপেটা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে বালুবাহী ট্রাকটি সরকারি কাজে ধরলা আবাসন প্রকল্পে যাচ্ছিলো। এ সময় জিয়া বাজার এলাকায় সেখানে দাঁড়িয়ে থাকা কাঁচা মরিচবাহী ট্রাকের পিছনে বসে থাকা আলম মিয়া নামের এক হেলপারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই হেলপার নিহত হন। ঘাতক বালুবাহী ট্রাকটির চালকও গুরুত্ব আহত হয়ে বর্তমানে পুলিশের হেফাজতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসারত এবং বালুবাহী ট্রাকটির হেলপার ও মরিচবাহী ট্রাকটির চালক পলাতক রয়েছেন।
অন্যদিকে, বালুবাহী ট্রাকের চালক মো. জুয়েল বলেন, আমি ভোরে বালু নিয়ে চালিয়ে ধরলা আবাসনে যাচ্ছিলাম। বাজারের ওখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিলো একটি গাড়ি আসছিল। সাইট করতে গিয়ে মরিচের গাড়িতে ধাক্কা লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। ড্রাইভার চিকিৎসারত অবস্থায় আছেন বলেও জানান তিনি।
সান নিউজ/কেএমএল