সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে সাফা মারিয়াম (৯) ও মানসুরা মীম (৮) নামে মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (২ জুন) বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহনা গ্রামে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনা গ্রামে অবস্থিত দারুল উলুম হুসাইনীয়া মাদরাসার শিক্ষকগন পাশের সৌদিয়া মসজিদে যোহরের নামাজ পড়তে যান। এ সময় ওই মাদরাসার তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশুকন্যা সাফা মারুয়া ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থা পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের শিশুকন্যা মানসুরা মীম মাদরাসার পাশে আকাশমনি গাছের নিচে খেলা করছিলো।
পৌনে ২টার সময় হঠাৎ বজ্রপাত হলে সাফা মারিয়াম ঘটনাস্থলেই এবং মানসুরা মীম ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নেয়ার পর মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম বাদশা।
সান নিউজ/এনকে