ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৪টি ক্লিনিক ও ডায়াগনিষ্টক সেন্টারকে ২৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আরও পড়ুন : জনগণ পাশে বলেই পদ্মা সেতু হয়েছে
বুধবার ( ১ জুন ) দুপুরে বৈধ কাগজপত্র, সিনিয়র স্টাফ নার্স ও এমবিবিএস ডাঃ নিয়োগ না থাকায় শহরের আল মদিনা ক্লিনিককে ১০হাজার, ডক্টর ক্লিনিককে ৫ হাজার, সেন্টাল ক্লিনিককে ৫হাজার এবং , মা শিশু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করে নির্বাহি ম্যজিষ্ট্যেট সহকারি কমিশনার ভ’মি ইন্দ্রজিৎ সাহা।
এসময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুনইম (এমওডিসি) স্যানেটারি ইন্সফেক্টর সারোয়ার হোসেন, সহকারি জাহেরুল ইসলাম।
আরও পড়ুন : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০
এদিকে শিরোমনি ক্লিনিক এন্ড ডায়াগনিষ্ট সেন্টারের ক্লিনিকের কোন বৈধ কাগজপত্র না থাকার পরেও জরিমানা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
এসময় স্থানীয় লোকজন বলেন ডাঃ কমলা কান্ত বর্ম্মনের ক্লিনিক হওয়ায় তাকে জরিমানা করা হয়নি।
আরও পড়ুন : কমছে রেমিট্যান্স প্রবাহ
নির্বাহি ম্যজিষ্ট্যেট সহকারি কমিশনার ভ’মি ইন্দ্রজিৎ সাহা বলেন, মেডিক্যাল প্র্যাক্টিস এবং বে-সরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ সালের আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে এবং সকলকে সর্তক করা হয়েছে।
সান নিউজ/এইচএন