মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : সারা দেশের ন্যায় স্বাস্থ্য অধিদফতরের অভিযান আল্টিমেটামে অনিবন্ধিত এবং নবায়নবিহীন অবৈধ বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে পঞ্চগড় সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
মঙ্গলবার ( ৩১ মে) দুপুরে ৬টি বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক অভিযান অ্যাকশনে পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুল হাসান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২টি অবৈধ রওশন ক্লিনিক এন্ড জেনারেল হাসপাতাল ও নরমাল ডেলিভারী সেন্টার প্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশ প্রদান করেন।
আরও পড়ুন : ‘জাতীয় কবি’র গেজেট চেয়ে আইনি নোটিশ
এদিকে অভিযান পরিচালনায় জেলা শহরের অবস্থানরত জজ কোর্টের পিছনে রওশন ক্লিনিক এন্ড জেনারেল হাসপাতালের কোন প্রকার বৈধ লাইসেন্স না থাকার কারণে এবং নরমাল ডেলিভারী সেন্টার বৈধ নিবন্ধন ও আবেদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া যেসব প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহন করেও নবায়ন করেন নাই তাদের নিবন্ধন নবায়নের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং নিদ্রিষ্ট সময়ের মধ্যে নবায়ন গ্রহন না করলে প্রতিষ্ঠান গুলোর প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধ্য থাকবে।
আরও পড়ুন : অবসরে যেতে বাধ্য করা যাবে না
অভিযান পরিচালনা শেষে এক ব্রিফিং সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুল হাসান তিনি জানান, যে সব প্রতিষ্ঠানকে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এবং নিবন্ধন নবায়ন সময়সীমা নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যে নবায়ন না করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযান চলমান থাকবে।
সান নিউজ/এইচএন