মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আরও পড়ুন : পদ্মা সেতু দেশের মর্যাদা বাড়িয়েছে
সোমবার (৩০ মে) বিকালে ত্রিশাল পৌর শহরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
দিনটি বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য শোকাবহ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে গুলিতে নিহত হন তিনি।দলের প্রতিষ্ঠাতা ও সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, অঙ্গসংগঠন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দলের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুশিক্ত নয়নে স্মরণ করবেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এরই প্রেক্ষিতে দেশব্যাপী পালিত হচ্ছে দিনটি।
আরও পড়ুন : কাপড় বিক্রি করে জনগণকে আটা দেবো
ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
আরও পড়ুন : এগিয়ে চলছে মেট্রোরেল
এ সময় আরও উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যগ্ন-আহ্বায়ক বুলবুল আহমেদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরজ্জামান ফকির শুভ্র, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য,সেলিম তরফদার জাকারিয়া ছামাদ প্রমুখ।
সান নিউজ/এইচএন