কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদীতে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার
সোমবার (৩০ মে) বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের নাট মন্দিরের সামনে ৭ নং পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ফরিদপুর জেলার উপপরিচালক (উপ সচিব) মোহাম্মদ আসলাম মোল্যা।
আরও পড়ুন : পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন
পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি-র জেলা ফ্যাসিলিটেটর মো. মনির হোসেন মজুমদার, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেন।
আরও পড়ুন : বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. জাফর মোল্যা। এ সময় ওই ইউনিয়নের মেম্বার ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এইচএন