জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে স্কুল-কলেজের পোষাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের সময় ক্লাস ফাঁকি দিয়ে বিজয়সিং দিঘীর পড়ের পার্কে আড্ডা দেয়ার সময় পুলিশের কিউআরএফ টিম (কুইক রেসপন্স ফর ফিমেল) ২৫ ছাত্রছাত্রীকে আটক করেছে।
আরও পড়ুন: বালু তুলতে পারবেন না সেলিম খান
রোববার (২৯ মে) দুপুরে আটকদের মধ্যে ১০ ছেলে এবং ১৫ জন মেয়ে। দীর্ঘদিন থেকে উঠতি বয়সী বেশ কিছু ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন পার্কে, বিনোদন কেন্দ্র ও চায়নিজ রেস্টুরেন্টে আড্ডা দেয়। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম কিউআরএফ অভিযান চালায়।
জানা গেছে, শতরতলীর সার্কিট হাউজ রোডের বিজয়সিং দিঘীর পাড়ের পার্কে পুলিশ ইন্সপেক্টর ফেরদৌসীর নেতৃত্বে সাদা পোশাকের ওপর জেকেট পরিহিত কিউআরএফ টিমের মহিলা পুলিশ সদস্যরা অভিযান চালায়। দুপুর ৩ টায় শেষ খবর পাওয়া পযন্ত আটক ছাত্রছাত্রীকে ফেনী মডেল থানায় রাখা হয়েছে। তবে ঘটনাস্থলে অভিযানের দায়িত্বরত পুলিশ ইনেসপেক্টর ফেরদৌসী গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। কিউআরএফ জেলা পুলিশ সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ টিম গঠন করেছে।
আরও পড়ুন: সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া
অতিরিক্ত পুালশ সুপার বদরুল মোল্লা মুঠোফোনে সংবাদিকদের জানান, পুলিশ সুপার এখন পর্যন্ত এদের ব্যাপারে কোন নির্দেশনা দেননি। নির্দেশনা পেলে সেই হিসাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সান নিউজ/কেএমএল