নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ ছয় আরোহী নিহত হয়েছেন।
দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ২৫ মাইল এলাকায় সোমবার (৬ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিহতরা হলেন নাসরিন বেগম (৪৫), তার মেয়ে রুপা (৮), আবুল হোসেন (৫৫), তার স্ত্রী আসমা খাতুন (৪৫), তাদের মেয়ে নামিয়া (৮) ও অটোরিকশার চালক।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বেলা পৌনে ৩টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাসটি ২৫ মাইল এলাকায় বিপরীত দিক হতে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন মারা যান।
ভ্যান চালকসহ আরেক যাত্রীকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানেই তাদের মৃত্যু হয়।
ওসি জানান, দুর্ঘটনার পর বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় কয়েকশ মানুষ সড়ক অবরোধ করলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি। তাদেরকে আটকের চেষ্টা চলছে।