সান নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাসভিত্তিক এই উৎপাদন কেন্দ্রে আগুনের কুন্ডলী দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
রোববার (২৯ মে) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত বলে পল্লীবিদ্যুৎ সমিতি জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মোতাহার হোসেন জানান, সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির শাহজিবাজার ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এরপর ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। তবে এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কোনটিরই ব্যাঘাত ঘটেনি।
তিনি আরও বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা এখনই বলে যাচ্ছে না।
আরও পড়ুন: গাছে বাসের ধাক্কা, প্রাণ হারাল ৮ যাত্রী
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।
সান নিউজ/এমকেএইচ