গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ওসমান আলী শেখ (৭০) মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭৯৯ জনে। তাদের ৪৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরেছেন।
রোববার (০৫ জুলাই) দিবাগত রাত ১২.৩০ মিনিটে মারা যাওয়া ওসমান আলীর বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীর দক্ষিণপাড়া গ্রাম। গত ০১ জুলাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়।
মৃত ওসমান আলি শেখের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। সকালে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।'
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, মুকসুদুপুর উপজেলায় ৮ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৫৮৯ জনের নমুনা সংগ্রহের পর আক্রান্ত ৭৯৯ জনের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৩ জন মারা গেছেন। বাকিদের মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩৫৬ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
করোনা আক্রান্ত ৭৯৯ জনের মধ্যে সদর উপজেলায় ২২৬ জন, মুকসুদপুর উপজেলায় ১৭৯ জন, কাশিয়ানী উপজেলায় ১৫১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১২২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১২১ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৬৯ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
সান নিউজ/এআর