খায়রুল খন্দকার টাঙ্গাইল : স্বাস্থ্য অধিদফতর কর্তৃক সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ বাস্তায়নে টাঙ্গাইলে মোবাইল কোর্টের অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন : গাফ্ফার চৌধুরীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
শনিবার (২৮ মে) সকালে জেলার সদর উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ডিজি ল্যাব, পদ্মা ডিজিটাল ক্লিনিক, আমানত স্পেশালাইজট হাসপাতাল এবং স্বদেশ স্পেশালাইজট হাসপাতাল তাৎক্ষনিক বন্ধের নির্দেশ দিয়ে সিলাগালা করে দেয়া হয়।
আরও পড়ুন : আলোচনায় রাজি ইমরান খান!
এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কমফোর্ট ক্লিনিক ও দি সিটি ক্লিনিককে আর্থিক জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রানুয়ারা খাতুন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ শরিফুল ইসলাম।
সান নিউজ/এইচএন