মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু'টি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত রাখা ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ হয়েছে।
আজ (২৬ মে) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযান কালে কোলাপাড়া বাজারের সায়েদ স্টোর থেকে ১৮ শ লিটার ও সেলিম স্টোর থেকে ২২ শ লিটার তেল জব্দ করা হয়। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে তেল মজুত ও অধিক মূল্যে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ।
সান নিউজ/এনকে