সালথায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে আরও ১ প্রাণহানি
সারাদেশ

সালথায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে আরও ১ প্রাণহানি

সান নিউজ ডেস্ক : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

বৃহস্পতিবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান।

তিনি জানান, বুধবার (২৫ মে) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, আসাদ শেখকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির সময় পুলিশ কেসের বিষয়টি রহস্যজনক কারণে গোপন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এতে লাশের ময়নাতদন্ত করতে গেলে আইনি জটিলতা দেখা দেয়। ঢামেক ভর্তি স্লিপে দেখা গেছে, আবুল কালাম সেখ নামে এক ব্যক্তি আসাদ শেখকে ভর্তি করেছেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে আবুল কালাম সেখ হলেন নিহতের মামা।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে পাচারকৃত টাকা আনা যাবে

জানা গেছে, আসাদ উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। এর আগে একই ঘটনায় গত ৫ মে সিরাজুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়। নিহত সিরাজুল উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

এর আগে গত ৫ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথা উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যার সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আলমগীর মিয়ার সমর্থক সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়। পরে বুধবার ( ২৫ মে) দিবাগত রাতে একই ঘটনায় ইউপি চেয়ারম্যান রফিক মোল্লার সমর্থক আসাদ শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হজের খরচ বাড়লো

স্থানীয়দের অভিযোগ, ফরিদপুর সালথা উপজেলার খারদিয়া এলাকায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে ইন্ধনদাতা সৈয়দ আহাদুজ্জামান কিরন নামে এক ব্যক্তি। তিনি ফরিদপুর পৌরসভায় কর্মরত থাকলেও নিজ গ্রামের আধিপত্য বিস্তারে মদদ দেন। এতে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। সৈয়দ আহাদুজ্জামান কিরন ওই এলাকার বাসিন্দা ও বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ মর্তুজা আলী মীরের ছেলে।

নিহতের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, গত ৫ মে ফরিদপুর সালথা উপজেলার খারদিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়। পরে বুধবার (২৫ মে) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা