মুন্সীগঞ্জে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
সারাদেশ

আওয়ামীলীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দু"পক্ষের সংঘর্ষে গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান

সোমবার (২৩ মে) ভোর ৬ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, হানিফ মোল্লা (৩৮), কামাল(২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী(৬৫), জামাল হোসেন(১৬)। তাদের মধ্যে সেরাজল, হানিফ ও কামালকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

এদিকে, এ ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন : পি কে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী রিপন পাটোয়ারীর ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রিপন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্পনা মহিলা বিষয়ক সম্পাদক।

পূর্ব বিরোদের জেরে ধরে সোমবার ভোর থেকে ইউনিয়নের মহেশপুর এলাকায় কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলাগুলি ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয় ৫ জন। আহত হয় আরো বেশ কয়েকজন। পরে গুলিবিদ্ধদের মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে নিওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে ঢাকায় রেফার্ড করে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

আরও পড়ুন : বিএনপির কথা ‘ভূতের মুখে রাম নাম

সংঘর্ষের বিষয়ে হাজী রিপন বলেন- মহাসিনা হক ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় সমগ্র ইউনিয়নে মাদক, বালুর ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। পুরো এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছিল সে। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে সে অবৈধ কোন ব্যবসা করতে পারছে না। এজন্য আমার লোকজনদেরকে বেছে বেছে হামলা করছে। আজ ভোর চারটার দিকে সে তার সন্ত্রাসী বাহিনী ইউসুফ-জাহাঙ্গীরের নেতৃত্বে পূর্ব মাকাহাটি ও রাজারচর গ্রামে হামলা চালায়। বাড়ি ঘরে লুটপাট চালায় ।‌ ককটেল হামলা, গুলি বর্ষণ করে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আমার কর্মী সমর্থক আহত হয়েছে। এদের মধ্যে অনেকেই ঢাকা পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারো নাম জানতে পারিনি।

অভিযোগের বিষয়ে মহসিনা হক বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা একে বারেই মিথ্যা। মূলত রিপন হোসেন পাটোয়ারী নিজের দখলদারিত্ব কায়েম করতে আমার লোকজনদেরকে মেরে এলাকাছাড়া করছে। আজকে ভোরে তাদের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা করে। ককটেল বিস্ফোরণ ঘটায়। গুলি করে। আমাদের কমপক্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন ঢাকায় ভর্তি আছেন। পুলিশ প্রশাসনকে বারবার বলেও সমস্যা সমাধান পাচ্ছিনা।

আরও পড়ুন : কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি ডাক্তার কালাম জানান, ৫ জনের শরীরের বিভিন্ন অংশ গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসক নিয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন অবস্থা স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা