টেকনাফ প্রতিনিধি : ভুমি সপ্তাহ সেবা ২২ইং উদ্বোধন করা হয়েছে। রবিবার টেকনাফ উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
আরও পড়ুন : কারাগারে হাজী সেলিম
রবিবার (২২মে) টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরীর পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি সহ ভুমি অফিসের বিভিন্ন কর্মচারী কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন : মোদির সঙ্গে সাক্ষাৎ করবে বাইডেন
এ সময় প্রধান অতিথি বলেন, টেকনাফের মানুষ যেন প্রকৃত ভুমি সেবা গ্রহন করতে এসে হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। ভুমি অফিসের আশে পাশে উৎপেতে থাকা দালাল গুলো যদি ভুমি অফিসের নাম বিক্রি করে সাধারণ সেবা প্রার্থীদের হয়রানি করে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে আহব্বান করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, সরকার জনগণের ভুমি সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনের মধ্যে সকল প্রকার সেবা দিয়ে যাচ্ছে। তাই প্রতি বছর এ ভুমি সপ্তাহের আয়োজন। সেবা গ্রহীতা যদি কোন সমস্যায় পড়ে তাহালে জাতীয় ভুমি সেবা ১৬১২২ নাম্বারে কল দিলে সব বিষয়ে সামাধানের পদ পবে। যা আমাদের বেশি বেশি প্রচার করতে হবে।
আরও পড়ুন : সিলেটে বিশুদ্ধ পানির সংকট
বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ মডেল থানার ওসি বলেন, আমার জানামতে টেকনাফের মানুষ দ্রুত ভুমি সেবা পাচ্ছে। ভুমি সেবা নিতে এসে কেউ যদি আইনের ব্যাঘাত সৃষ্টি করে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।
সান নিউজ/এইচএন