নিজস্ব প্রতিবেদক:
দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি কমলেও তা বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের মো. ইউসুফ আলী খান।
রোববার (৫ জুলাই) দৌলতদিয়া পয়েন্টে পানি পরিমাপ করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। এর ফলে কয়েকদিন পদ্মা নদীর রাজবাড়ী অংশে পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টের পানি কিছুটা কমেছে। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদ সীমার নিচে রয়েছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের মো. ইউসুফ আলী খান বলেন, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি কমেছে। পানি কমার পরও আজ বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে জেলা প্রশাসক দিলাসাদ বেগম জানান, পদ্মার পানি বৃদ্ধিতে প্রতিবছর জেলার নিম্নাঞ্চল আগে প্লাবিত হয়। ফলে এবার স্ব-স্ব উপজেলার ইউএনও, পিআইওসহ সংশ্লিষ্টদের সার্বক্ষণিক নজদারি করার নির্দেশ ও স্থানীয় জনপ্রতিনিধের তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে বলা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা হয়। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে।
অন্যদিকে জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রামের তিনটি চর এবং কালুখালীর হরিণবাড়ীয়া চরের ফসলি জমিসহ জেলার নদী তীরবর্তী নিচু ফসলি মাঠে পানি উঠতে শুরু করেছে। এতে তলিয়ে গেছে কৃষকদের ধান ও পাট। এতে ফসলের মাঠে আসা যাওয়া ও কৃষি পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে কৃষকদের।
সান নিউজ/ আরএইচ