সাননিউজ ডেস্ক: বৃষ্টি ও উজানের ঢলে সিলেট এবং সুনামগঞ্জে প্রতিদিন বাড়ছে নদ-নদীর পানি। এর ফলে সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাটের নিম্নাঞ্চলের কিছু জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে।
বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে এ অঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, মনু এবং খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে টানা বৃষ্টির কারণে সিলেট নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। উপশহর, পাঠানটুলা, মদিনা মার্কেটসহ বেশকিছু এলাকায় ঢলের পানি ঢুকেছে বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে। এতে তৈরি হয় ব্যাপক ভোগান্তি।
আরও পড়ুন: ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত
অপরদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুদিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে। টানা বর্ষণের ফলে উজান থেকে নামে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি ১৬ দশমিক ৭৪ মিটার বেড়েছে। যা বিপৎসীমার তিন মিটারের নিচে রয়েছে। বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল নেমে কেওলার হাওড়সহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
সাননিউজ/এমএসএ