সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত সাইদুর বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের ছাত্র।
আরও পড়ুন: ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত
সোমবার (১৬ মে) সকাল ৯ টার দিকে বিনগ্রামে একটি পুকুরে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়। নিহত সাইদুর ওই গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, বিনগ্রামের আকবর হোসেনের ছেলে জাকির হোসেন তার পুকুরে মাছ চুরি রোধে পানিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। ওই পুকুরে মাছ মরে ভেসে ওঠে। সাইদুর আজ (সোমবার) সকালে তার বাড়ির পাশে ওই পুকুরে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে ওই পুকুরের পুরো পানি বিদ্যুতায়িত ছিল, এটা তার জানা ছিল না। এ অবস্থায় অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এমকেএইচ