নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের জমি লিখে না দেওয়ায় ছেলের হাতে বৃদ্ধা মা খুনের ঘটনায় পুলিশ দুই ছেলে ও ছেলের বউকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি
রোববার ( ১৫ মে ) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল শনিবার উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া গ্রামের বৃদ্ধা আনসারী বেগম পারুলকে (৭০) হত্যার অভিযোগে তার নিজ দুই ছেলে সন্তান ও ছেলের বউকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না
গ্রেফতারকৃতরা হলেন-নিহতের দুই ছেলে এজাবুদ্দিন (বাবু) (৩৫), রফিকুল ইসলাম (৪৭) এজাবুদ্দিনের স্ত্রী মোছা: রুম্পা (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ।
আরও পড়ুন : নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১০
প্রসঙ্গত , জমি ও টাকা সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার (১৩ মে) রাতে ছেলে এজাবুদ্দিন (বাবু) ও রফিকুল ইসলামের সঙ্গে বাকবিতন্ড হয় তার বাবা মায়ের। রাতে তার ঘুমিয়ে পড়লে । সকালে মা আনসারী বেগম পারুলের লাশ উদ্ধার করা হয় বাড়ি হতে ৫০০ গজ দূরে । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে থানায় নিহতের স্বামী তার দুই ছেলে সন্তানকে সন্দেহ করে ৮ জনের নাম উল্লেখ্য করে মামলা করেন।
সান নিউজ/এইচএন