রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ১৫ মে ২০২২ ০২:১৯
সর্বশেষ আপডেট ১৫ মে ২০২২ ০২:১৯

ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে মা খুন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় ছেলের হাতে খুন হয়েছেন আনসারী বেগম পারুল (৭০) নামে এক বৃদ্ধা।

আরও পড়ুন: আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী আফতাব উদ্দীন বাদী হয়ে ২ ছেলেসহ ৮ জনের নাম উল্লেখ করে হরিপুর থানায় একটি হত্যা দায়ের করেছেন।

পুলিশ জানায়, মামলাম বাদী কিছুদিন পূর্বে তার দুই সন্তানকে নিজ ১৭ লক্ষ টাকা দিয়ে শর্তসাপেক্ষে একটি এস্কেবেটর (ভেকু) কিনে দেয়। শর্ত অনুযায়ী বকেয়া টাকা দুই ছেলের কাছ থেকে ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করেন। এক সময় পিতা বিরক্ত হয়ে অন্য দুই ছেলেকে ওই টাকার পরিবর্তে বসতভিটায় ২ বিঘা জমি রেজিষ্ট্রি করে দেয়। জমি রেজিষ্ট্রি দেওয়ার পর থেকে অপর ২ ছেলেসহ উক্ত আসামিরা মা-বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

শুক্রবার (১৩ মে) রাতে এই নিয়ে মা বাবার সঙ্গে দুই ছেলে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর সবাই খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে । রাতে বৃদ্ধ বাবা মা নিজেদের ঘরে শুয়ে পড়ে। কিন্তু শনিবার ভোরে বাড়ি হতে ৫০০ গজ দুরে আম, লিচু ও কাঁঠাল বাগানের ভিতরে রক্তাক্ত অবস্থায় মা আনসারী বেগম পারুল (৭০) এর লাশ দেখতে পায়। এ ঘটনায় মাকে হত্যার অভিযোগে ছেলে এজাবুদ্দিন বাবু (৩৫), রফিকুল ইসলাম (৪৭), ছেলের স্ত্রী মোছাঃ রুম্পা (২৬), জামাল উদ্দিন (৫০), জিএম (৩০), সাইদুর রহমান (৪০), নজরুল (৫০) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের পিতা। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর নাম আর কেউ মুছতে পারবে না

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার ২ ছেলেসহ ৮ জনের বিরুদ্ধ মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস

গুন্টার ভিলহেলম গ্রাস (অক্টোবর ১৬, ১৯২৭ – ১৩ এপ্রিল, ২০১৫) ছিলেন সাহিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা