আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : পি কে হালদার ভারতে গ্রেফতার
শনিবার (১৪ মে) দুপর ১২টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর এলাকার আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নির্মাণ শ্রমিক একই ইউনিয়নের কিসামত পাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ কালু (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর বাস টার্মিনালের কুলি আব্দুস সাত্তারের বাড়িতে প্রায় ১৫দিন আগে নতুন ল্যাট্টিনের সেপটিক ট্যাংকির সাটারিং করে ঢালাই দেওয়া হয়। সেই সাটারিং খুলতে নির্মাণ শ্রমিক মোহাম্মদ কালু নীচে নামেন।
আরও পড়ুন : অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই
বিষাক্ত গ্যাসের কারণে এসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তিনি আর উঠতে না পারায় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে তাঁর মৃত্যু হতে পারে।
আরও পড়ুন : আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সান নিউজ/এইচএন