গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে কাজী আলমগীর নামের এক রোগীর মৃত্যু হয়েছে। পরে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে।
মৃত কাজী আলমগীর উপজেলার কেরাইলকোপা গ্রামের বাসিন্দা।
শনিবার (০৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইয়ার আলী মুন্সী বলেন, ‘সকালে করোনা উপসর্গ নিয়ে ওই রোগী আমাদের কাছে আসেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শুরু করি। সকাল ৮টার দিকে তিনি মারা গেলে রোগীর আত্মীয় গাজী তরিকুল ও তার সঙ্গে আসা ৩/৪ জন লোক কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘ডাক্তারকে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সকল চিকিৎসকের মতামত সত্বেও করোনাকালে চিকিৎসাসেবা ব্যহত করে আমরা কোনো কর্মসূচি দিচ্ছি না। দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সান নিউজ/ এআর