আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমান-ই-ইত্তেহাদুল মুসলেমীন’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত
শনিবার (৭ মে) দুপুরে বাঁশবাড়ীর কার্যালয় এর আয়োজন করা হয়।
এ সময় সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব গুলজার আহমেদ আশরাফি। আমন্ত্রণে সাড়া দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায় এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে সকলের মধ্যে অন্যরকম আবেগ সৃষ্ট হয়। সামনে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে তাদের মধ্যে বিভিন্ন আলোচনা হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব গুলজার আহমেদ আশরাফী সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা আশরাফুল হক বাবু, কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, কাউন্সিলর মঞ্জুর আলম, মাজিদ ইকবাল, মোক্তার হোসেন প্রমুখ।
আরও পড়ুন: হাসপাতালে সৌদি বাদশাহ
প্রসঙ্গত, আঞ্জুমান-ই-ইত্তেহাদুল মুসলেমীন ২০০৬ সাল থেকে শিক্ষা ও বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। এসবের মধ্যে রয়েছে দরিদ্র-হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অর্থ দিয়ে সহায়তা, গরীর ও এতিম মেয়েদে বিয়ের জন্য অর্থ সহায়তা এবং গরীব রোগীদের চিকিৎসা ব্যবস্থা করে থাকে।
সাননিউজ/এমআরএস