ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা'র স্মরণে নাগরিক শোকসভা
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা'র স্মরণে নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়াসহ প্রগতিশীল আন্দোলনের পুরোধা, বরেণ্য সাংবাদিক, সিপিবি'র জেলা কমিটি এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আখতার হোসেন রাজা'র স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আ’লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে

শনিবার (০৭ মে) বিকাল ৫ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভা প্রস্তুতি পর্ষদের আহ্বায়ক অধ্যক্ষ মো. রাজিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. আবু মো: খায়রুল কবির, প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান খান চৌধুরী,প্রয়াত আখতার হোসেন রাজার সহধর্মিনী লুৎফুন্নেসা লিলি, অবসারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দীন ,নাগরিক শোকসভা প্রস্তুতি পর্ষদের সদস্য রেজওয়ানুল হক রিজু এবং সন্চালনায় ছিলেন অমল কুমার টিক্কু।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে প্রাণ ফিরে পেল রাজধানী‌

সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ সকল স্তরের মানুষ অংশ নেন ।

শুরুতে মরহুম আখতার হোসেন রাজার জীবনের উল্লেখ্যযোগ্য দিক তুলে ধরেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল টিক্কু। এর আগে শুরুতে মরহুম আখতার হোসেন রাজার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আখতার হোসেন রাজার অভাব অপূরণীয় বলে মন্তব্য করেন শোক সভায় অংশগ্রহণকারীরা। এছাড়াও তার আত্মার মাগফেরাত কামনা করেন সকালে।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

উল্লেখ্য, চলতি বছরের গত ১৩ মার্চ রোববার সকালে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আখতার হোসেন রাজা ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি

১৯৭১ সালে কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে ৭ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেন তিনি।১৯৬৭ সালে সাংবাদিকতা পেশায় নাম লেখান। তিনি দৈনিক সংবাদ, দৈনিক উত্তরা, দ্য ইনডিপেন্ডেন্ট, রেডিও টুডে এবং বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা