সারাদেশ

জালে ধরা পড়ছে রাজা ইলিশ

সান নিউজ ডেস্ক: টানা ২ মাস নিষেধাজ্ঞার পর ভোলার লালমোহনে মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল দুইটি রাজা ইলিশ। বুধবার (৪ মে) বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে এ ইলিশ পাওয়া গেছে।

আরও পড়ুন: রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

জানা গেছে, জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুইটি ধরা পড়ছে। মাছ দুটি ওজনে আড়াই কেজি করে ৫ কেজি হবে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।

স্থানীয় জেলেরা জানান, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত ২/৩ দিন ধরে ইলিশ ধরা পড়ছে।এতে হাসি ফুটেছে জেলেদের।

জেলে গিয়াস উদ্দিন মাঝি বলেন, দুপুর ১২ টার দিকে লালমোহনের বাত্তির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকাল ৪টা পর্যন্ত জাল বেয়ে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ মাছ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। তা বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে।

জেলে মনির হোসেন মাঝি জানান, সকালে প্রায় ২ কেজি ওজনের ২টি ইলিশ পাইছি। আড়তে নিয়ে ২টি ইলিশ বিক্রি করেছি ৭ হাজার ৯শ টাকায়। এ রকম প্রতিদিন ২/৩ টি করে জেলেদের জালে ইলিশ পাওয়া যায়।

আরও পড়ুন: ফের বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত

বাত্তিরখাল মৎস্য ঘাটের আড়ৎদার মো. শাহিন বলেন, ২/৩ দিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। তবে এ দুটি মাছ কিছুটা বড় ছিল।

লালমোহন উপজেলার মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, টানা ২ মাস নিষেধাজ্ঞা ছিল। তখন নদীতে জেলেরা মাছ শিকারে যেতে পারে নাই। এই ২ মাসে মাছের আকার অনেক বড় হয়েছে। তাই জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা