রহমত উল্লাহ, টেকনাফ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন।
আরও পড়ুন : ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- সিয়াম সাধনার মাস রমজান শেষে আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।আমরা প্রত্যেকে যেন এই ঈদুল ফিতরের শিক্ষা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি।
বিশেষ করে যাকাত আদায় করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া যেন হয় আমাদের ঈদের মূল শিক্ষা।।
পরিশেষে ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি সাবরাং ইউনিয়নের জনগণ ও দেশবাসী, প্রবাসী সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করার ও ঈদুল ফিতরের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দান করুন। আমীন।
আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা
হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক-আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।।
ঈদ মোবারক…. ঈদ মোবারক....
আরও পড়ুন : শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার
নুর হোসেন আরও বলেন – আমি চেয়ারম্যান হিসেবে সুষ্ঠু বন্টন ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। এজন্য এবারের ঈদের দোয়ায় যেন এসকল মানুষ আমাকে স্বরণ করেন সেই প্রত্যাশা করি।।
সান নিউজ/এইচএন