নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় লিগ্যাল এইড দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান হয়েছে। আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে লিগ্যাল এইড দিবসেরর আলোচনা সভা হয়।
আরও পড়ুন: ভারতের সাথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
এতে সভাপতিত্ব করেন- সিনিয়র জেলা দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি মো. আমজাদ হোসেন।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন -পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত ভূইয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, জেলা জজ কোটের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, জিপি অ্যাডভোকেট লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জজ সীপের সকল বিজ্ঞ বিচারক বৃন্দ, চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের সকল বিজ্ঞ বিচারক বৃন্দ ও অন্যান্য সুধী বৃন্দ।
আরও পড়ুন: বিএসএফ’র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা
অনুষ্ঠানটির সঞ্চালনায় করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জশিদা ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার কামরুন্নাহার। অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে ২০২২ সন্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাডভোকেট মো. হাফিজ উদ্দীন।
সান নিউজ/এনকে