টেকনাফ প্রতিনিধি: নাফ নদীতে বিজিবির অভিযানে এক কেজি (১.০৪০) ক্রিস্টাল মেথ আইস, ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মধ্যরাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের জালিয়ারদ্বীপে এ অভিযানে নামেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: তেঁতুলতলা মাঠে থানা হবে না
এ সময় টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মো. সিরাজুল ইসলাম (২৮) ও সৈয়দ সালাম (৩৮) নামের দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে।
জব্দ করা মাদকের মূল্য অন্তত ৬ কোটি চল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
কর্নেল ইফতেখার জানান, গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি বৃহস্পতিবার রাতে টেকনাফ দমদমিয়া বিওপি’র উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে।
আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না
কর্নেল জানান, এ খবরের ভিত্তিতে টেকনাফ বিজিবির একটি বিশেষ টহল নাফ নদীর জালিয়ারদ্বীপ এর কেওড়া বাগানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১ টার সময় বিজিবি টহলদল একজন ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পার্শ্বে নাফ নদীতে ছদ্মবেশ ধারণ করে কাঠের নৌকায় করে জাল দিয়ে মাছ ধরতে দেখতে পায়। এ সময় মিয়ানমার থেকে একজন চোরাকারবারীকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে মাছ ধরারত ওই জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করে। পূর্ব থেকেই অবস্থানে থাকা বিজিবি টহলদল তাৎক্ষণিক চারিদিক থেকে স্পীডবোটের মাধ্যমে ঘেরাও করে উভয়কে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ১টি বস্তা জব্দ করা হয়। পরে বস্তার ভেতর থেকে এক কেজি চল্লিশ গ্রাম ক্রিস্টাল মেঘ আইস ও চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক মূল্য ৬ কোটি চল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা।
আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না
এ ছাড়াও আটককৃতদের কাছ থেকে ১টি কাঠের নৌকা, ১টি মোবাইল ফোন এবং মাছ ধরার জাল জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ীরা হচ্ছে টেকনাফ ২৪ নং মোচনী ক্যাম্প-এর এ/১ ব্লকে বসবাসকারী বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন)।
আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না
এদিকে আটককৃত আসামিদেরকে মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
সান নিউজ/এনকে