রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার সেচ্ছাসেবী সংগঠন মুনষ্যত্ব এর পৃষ্ঠপোষকতায় একটি টিনসেড ঘর উপহার পেল অসহায় নারী খদেজা বেগম।
বোদা উপজেলার পৌরসভার সমশের নগর এলাকার খদেজা বেগমকে নতুন টিনসেডের ২ রুম বিশিষ্ট ঘর তৈরী করে দেওয়া হয় সংগঠনটির নিজ অর্থায়নে তাদের ৩টি ঘরের মধ্যে গতকাল ১টি ঘর ওই অসহায় নারীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মনুষ্যত্ব সংগঠনের সভাপতি ওয়াসিম আকরাম, বোদা উপজেলার উপদেষ্ঠা আব্দুর রহিমসহ সদস্য বৃন্দরা। নতুন ঘর পেয়ে খদেজা বেগম খুশিতে উচ্ছাসিত। তিনি সংগঠনের সকলকে ধন্যবাদ জানান।
মনুষ্যত্ব পঞ্চগড় জেলার একটি সেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিনিয়রদের অর্থায়নে পরিচালিত মনুষ্যত্ব ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গৃহ নির্মানসহ বিগত ১ বছরে পঞ্চগড় জেলায় শিক্ষা ও সমাজ সংস্কার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।
মনুষ্যত্ব সংগঠনের সাধারণ সম্পাদক দাইয়ান নাফিস বলেন, আমরা ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি, আমাদের সংগঠন আরও অনেক ভালো করা করতে চায়। ভালো মানুষ হই, ভালো মানুষ গড়ি স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের কিশোর ও তরুণ সমাজকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
সান নিউজ/এনকে