কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ৯৯৯ এ ফোন দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে খাদ্য সহায়তা পেলেন অসহায় দরিদ্র পরিবার।
আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম দরিদ্রদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫০টি অসহায় ও দরিদ্র পরিবার বিভিন্ন সময় খাদ্য সহায়তা চেয়ে ৯৯৯এ ফোন দেন।
আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু
এরই প্রেক্ষিতে বোয়ালমারী উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বুধবার বিকেলে অসহায় পরিবার গুলোর মধ্যে ৪ কেজি চাউল, ২কেজি আটা, ১ কেজি ডাউল, ১কেজি পেয়াজ, ১কেজি আলু ও ১ লিটার তৈল হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
আরও পড়ুন : সেই হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী মো. আবুল কালাম আজাদ।
সান নিউজ/এইচএন