শামীম রেজা, মানিকগঞ্জ: মুজিব বর্ষ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের আগ কলিয়া গ্রামের ভূমিহীন ও গৃহহীন চারটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাকা ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে।
আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) ইমরুল হাসানের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিসি (সার্বিক) ছানোয়ার হোসাইন, উপজেলা চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম রাজা, এসিল্যান্ড (ভূমি) রবিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম প্রমূখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই হবে মুজিব বর্ষের লক্ষ্য, যাতে দেশের প্রত্যেক মানুষ উন্নত জীবন যাপন করতে পারেন। দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর দিতে পারার চেয়ে বড় কোনো উৎসব আর কিছুই হতে পারে না।
প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার সকাল ১১ টায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সান নিউজ/এনকে