নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পবিত্র মাহে রমযান উপলক্ষে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। আজ (২৫ এপ্রিল) সোমবার সন্ধ্যায় পুলিশ লাইন্সের ড্রীল শেডে ইফতার মাহফিল আয়োজন করে জেলা পুলিশ।
আরও পড়ুন: বিজয়ের সিনেমায় ‘জয় বাংলা’ স্লোগান
ইফতার ও দোয়া মাহফিলে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা পরিষদ চেয়রম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাবেক ( অতিরিক্ত )আইজিপি মাহবুব হোসেন, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবীর, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নুরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি (ইনটিলিজেন্টস এন্ড অপস্) মাহবুবুর রহমান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) আব্দুল কাদির মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এড. সোহানা তাহমিনা, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড আপস) মো. আদিবুল ইসলাম , সিআইডি পুলিশ বিশেষ সুপার নাসিমা আক্তার , পিবিআই পুলিশ সুপার আনোয়ারুল হক, ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) তানভীর ভুইয়া , অতিরিক্ত পুলিশ সুপার( সদর) মিনহাজুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর ) তানভীর হায়দার, ডিবি পুলিশের ইনচাজ আবুল কালাম আজাদ , সদর থানার ইনচার্জ আবু বকর সিদ্দক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী , সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, দৈনিক রজত রেখা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্,শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন ,প্রেসক্লাবের সভাপতি শহীদ- ই -হাসান তুহিন, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম সহ সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
পবিত্র মাহে রমযান উপলক্ষে দেশ ও জাতির কল্যানে মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শহর জামে মসজিদের খতিব মুফতি মো. শহীদুল্লাহ্।
সান নিউজ/এনকে