আসাদুজ্জামান আসাদ, সাভার,ঢাকা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আহত হয় অন্তত ৩৫ জন।
আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন
রোববার (২৪এপ্রিল) দুপুর ১২টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় স্কাইলাইন গ্রুপের শ্রমিকেরা ঈদবোনাস ও বাড়তি ছুটির দাবিতে কারখানার উৎপাদন বন্ধ রেখে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রাস্তা অবরোধ করে রাখে।
এসময় শিল্প ও আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্হলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা যেতে রাজি না হওয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন : মকবুলের থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল,রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্র-ভংগ করে দেয়। সংঘর্ষের সময় রাস্তায় থাকা অনন্ত ১৫টি গাড়ী ভাংচুর করে। প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে
এই ঘটনার জন্য আজকের জন্য সাধারন ছুটি ঘোষনা করে আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সান নিউজ/এইচএন