সান নিউজ ডেস্ক: কুমিল্লায় অ্যাম্বুলেন্স থেকে গাঁজা এবং ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ
রোববার ( ২৪ এপ্রিল ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুড়িচংয়ের শংকুচাইল এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিলসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলো- জেলার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে কাউছার (২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাসেল (২২) এবং গাইবান্ধার বুজরুক জামালপুর থানার সাদুল্য গ্রামের তাহাদুল ইসলামের ছেলে নাজমুল হুদা লিয়ন (২৬)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত অ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারের পর তারা এসব কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাননিউজ/এমআরএস