শওকত জামান, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সুরুজ্জামালের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন
নিহত সুরুজ্জামাল কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চান মিয়ার ছেলে।
স্থানীরা জানায়, মুক্তিযোদ্ধা আব্দুর রুউফ চান মিয়ার দুই স্ত্রীর ৭ সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
আরও পড়ুন : মকবুলের থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে
শনিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে পৈত্রিক সম্পত্তি নিয়ে বড় ভাই মুসা আলীর সাথে ছোট ভাই সোনাহারে ঝগড়া ফ্যাসাদ শুরু হয়। কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে।
এ সময় সুরুজ্জামালকে মুসা ও তার লোকজন লাঠি দিয়ে বেদড়ক পেটালে গুরুতর আহত হয়। পরে স্থানীরা গুরুতর আহত সুরুজ্জামালকে উদ্ধার করে বকশীগঞ্জে হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে
অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যায়।
এ খবরে মুসা মিয়াসহ তার পক্ষের লোকজন পলাতক রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।
আরও পড়ুন : রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বকসীগঞ্জ থানায় এনে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সান নিউজ/এইচএন