বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সিলিন্ডারের ভিতরে ইয়াবাসহ আটক ২
সারাদেশ প্রকাশিত ২৩ এপ্রিল ২০২২ ০৮:২৯
সর্বশেষ আপডেট ২৩ এপ্রিল ২০২২ ০৮:৩৯

সিলিন্ডারের ভিতরে ইয়াবাসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের সাবরাং থেকে ইয়াবাসহ দুজনকে আটকের দাবি করেছে র‌্যাব-১৫।

আরও পড়ুন: বছরের শুরুতেই শিক্ষার্থীদের বই দিচ্ছে সরকার

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে টেকনাফের সাবরাং বাজারস্থ মেসার্স মাষ্টার জহির এন্ড সন্স ট্রেডার্সে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ছৈয়দ হোছাইন মামুনকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, এক পক্ষের মধ্যে তাদের জমি বিরোধ নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছে। এ সুযোগে ছৈয়দ হোছাইন মামুনের সিলিন্ডারের দোকানে পুরাতন গ্যাসে বিশেষ কায়দায় ইয়াবা দিয়ে রাখছে কিন্তু দোকানদার জানে না। তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের এটি বাহির করা।

আটক ব্যক্তিরা হলেন , সাবরাং সিকদারপাড়ার মৃত জহির আহম্মদের ছেলে সৈয়দ হোসেন মামুন (৩৭),উভয় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইসমাইল (২৫)।

আরও পড়ুন: প্রথম দিনেই রেলের ওয়েবসাইট বিকল

কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন বলেন,টেকনাফ সাবরাং ইউনিয়ন এর সিকদারপাড়া বাজারস্থ ভাই ভাই মার্কেট এর মেসার্স মাস্টার জহির এন্ড সন্স ট্রেডার্সে এ অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তী গ্যাস সিলিন্ডার তল্লাশি করে দশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবার ঘটনায় আটক দু'জনের বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে জানান।

টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, সৈয়দ হোসেন মামুন টেকনাফ উপজেলা পরিষদের সিএ হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আমার সঙ্গে অফিস করেছে মামুন। আমার ধারণা, তিনি ষড়যন্ত্রের শিকার। তবে আমরাও এ বিষয়ে তদন্ত করে দেখবো তার সম্পৃক্ততা আছে কি না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা